• ঢাকা শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
logo

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে বৃত্তির টাকা দিলেন ভাই-বোন

টাঙ্গাইল প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ২১ মে ২০২০, ২০:১৬
Sibling scholarship money Prime Minister's Relief Fund
টাঙ্গাইল জেলা প্রশাসক মো. শহীদুল ইসলামের হাতে ত্রাণের টাকা তুলে দেন ভাই-বোন। ছবি: আরটিভি অনলাইন

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে বৃত্তির টাকা দিলেন টাঙ্গাইলের ভূঞাপুরের ইশরাক তরফদার রিজন ও মিথিলা আক্তার রিহা নামের দুই ভাই-বোন।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে টাঙ্গাইল জেলা প্রশাসক মো. শহীদুল ইসলামের হাতে ১৩ হাজার ৪০০ টাকা তুলে দেন তারা।

রিজন ও মিথিলা উপজেলার পশ্চিম ভূঞাপুর গ্রামের আওয়ামী লীগ নেতা শাহিনুল ইসলাম তরফদার বাদল ও শিক্ষিকা আরিফা খাতুনের সন্তান। রিজন বর্তমানে সরকারি এম এম আলী কলেজের অনার্সের শিক্ষার্থী ও মিথিলা ভূঞাপুর পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।

এ বিষয়ে রিজন বলেন, দেশের এই দুর্যোগে অনেক মানুষই সাধ্যমত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। আমরা ভাই-বোন অষ্টম ও পঞ্চম শ্রেণিতে বৃত্তি পাই। বৃত্তির সেই টাকা আমরা এখনো খরচ করিনি। আমাদের ইচ্ছে ছিলো এই টাকা ভালো কাজে ব্যয় করা। দেশের মানুষের কল্যাণে এই টাকা এখন কাজে লাগবে। এই সময়ে এর চেয়ে আর ভালো কাজ কিছু হতে পারেনা।

এ সময় উপস্থিত ছিলেন স্টাফ অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল মামুন, রিজন ও মিথিলার বাবা ভূঞাপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহিনুল ইসলাম তরফদার বাদল।

এজে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শেখ হাসিনা এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী, এ কথা কি সত্যিই বলেছেন ট্রাম্প?
আবারও শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হরিনি আমারাসুরিয়া
শেখ হাসিনাই বাংলাদেশের প্রধানমন্ত্রী—ট্রাম্পের নামে প্রচারিত ভাইরাল উক্তিটি ভুয়া
শেখ হাসিনাকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী মনে করে ভারত